The Story of Proserpine Class 7 Solution Lesson 8

The Story of Proserpine Class 7 Solution Lesson 8 has been discussed with bengali meaning, word notes, and activity answers.

The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. A similar story can be traced in ancient Greek mythology also. Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries.

প্রসারগাইন এবং প্লুটো-র গল্পটি একটি পৌরাণিক কাহিনি যেটি প্রাচীন রোমান সভ্যতার সময়কার। এক প্রকার গল্পের সম্মান পাওয়া যায় প্রাচীন গ্রিক পুরাণেও। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত পৌরাণিক কাহিনি হল। কাল্পনিক আখ্যান, যা প্রকৃতি এবং তার রহস্যগুলি বর্ণনা দেওয়ার চেষ্টা করে

Bengali Meaning The Story of Proserpine Class 7 Solution Unit 1

Bengali Meaning of The Story of Proserpine Class 7 is discussed with page no of the textbook.

Page 73

বহুকাল আগে সুন্দর সিসিলি দ্বীপে সিরিস নামে এক দেবী বাস করতেন। তিনি ছিলেন শস্য, উদ্ভিদ ও গাছপালার দেবী; তাই তাঁর ওপর নির্ভর করত এই বিশাল পৃথিবীর সমস্ত লোকের স্বাস্থ্য ও সুখ।

সিরিস-এর এক সুন্দরী মেয়ে ছিল—নাম প্রসারপাইন, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ছিল সব মেয়েদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে সুন্দরী। তার গালগুলি ছিল গোলাপের মতো এবং বসন্তকালের আপেল ফুলের মতো সুন্দর। তার চোখ দুটি ছিল এপ্রিলের আকাশের মতো নীল। তার দীর্ঘ সোনালি কোঁকড়ানো চুল ছিল বসন্তকালের সূর্যালোকের মতো উজ্জ্বল। বসন্তকালের উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কুমারীর মূর্তি ধারণ করেছে।

প্রত্যেকে বলত, “সে হল বসন্ত।” প্রসারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। সে তার তরুণী সঙ্গীদের সঙ্গে ফুল সংগ্রহের সময় নাচত, গাইত।

Page 74

পৃথিবীর অনেক নীচে বাস করতেন মৃতের দেশের রাজা প্লুটো। তিনি প্রায়ই কোনো-কোনো দেবীকে তাঁর কাছে এসে থাকতে বলতেন, কিন্তু কোনো দেবীই মৃতদের মাঝে এসে থাকতে সম্মত হতেন না। তাই প্লুটো ছিলেন খুবই একাকী।

একদিন প্লুটো পৃথিবীতে এলেন আর তাঁর দ্রুতগামী রথ চালিয়ে যাচ্ছিলেন। কয়েকটি ঝোপের পিছনে তিনি কণ্ঠস্বর এবং উচ্চ হাসির শব্দ শুনতে পেলেন। তিনি কৌতূহলী হয়ে উঠলেন। তিনি তাঁর রথ থামালেন আর ঝোপগুলির দিকে হেঁটে গেলেন। সেখানে তিনি প্রসারপাইনকে তার সঙ্গীদের বৃত্তের মধ্যে হাসতে আর খেলা করতে দেখলেন।

প্লুটো সুন্দরী কুমারীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি প্রসারপাইনের দিকে তাকালেন আর ভাবলেন, “আমি তাকে অবশ্যই আমার রানি করব। তার উজ্জ্বল মুখমণ্ডল এমনকি আমার অন্ধকার রাজ্যকেও উজ্জ্বল ও সুন্দর করে তুলবে।” কিন্তু তিনি জানতেন যে এই কুমারীকে তাঁর রানি হতে বলা বৃথা। তাই তিনি বৃত্তের মধ্যে পা রাখলেন আর তাকে তাঁর রথে নিয়ে গেলেন। প্রসারপাইন-এর সঙ্গীরা ভয় পেয়ে চারদিকে পালিয়ে গেল। প্লুটো বন্দি কুমারীকে রথে করে নিয়ে চলে এলেন। তিনি খুব দ্রুত রথ চালালেন। তাঁর ভয় হচ্ছিল যে প্রসারপাইন-এর মা সিরিস তাঁর মেয়ের খোঁজে শীঘ্রই উপস্থিত হবেন।

Page 74

কিছুক্ষণ পর প্লুটো একটি নদীর তীরে এলেন। নদীটি ছিল কানায় কানায় পূর্ণ আর তিনি জলের ভিতর দিয়ে রথ চালাতে পারেন না। আর অন্যদিকে যাওয়ার অর্থ সময় নষ্ট করা। তাই তিনি তাঁর রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটি তৎক্ষণাৎ একবার ফাঁক হয়ে গেল, আর রথ, ঘোড়া-সব নীচের অন্ধকারে ডুবে গেল। মাটি যখন তার উপরে বন্ধ হয়ে যাচ্ছিল তখন প্রসারপাইন তার কোমরবন্ধনীটি বলপূর্বক খুলে দূরের নদীতে ছুঁড়ে ফেলে দিল। সে ভাবল যে ওই কোমরবন্ধনীটি সিরিস-এর কাছে পৌঁছোবে আর তার মা তাঁর হারানো মেয়ের সন্ধান পাবেন।

Word notes Part 1

Silly – an island to the south of Italy ইতালির একটি দ্বীপের নাম

Brightest – most intelligent উজ্জ্বল বা বুদ্ধিমতি

Blossoms – blooms প্রস্ফুটিত

Curls – ringlets of hair কোঁকড়ানো কেশগুচ্ছ

Radiant – Shiny উজ্জল আভা

Seemed – appeared মনে হয়েছিল

Maiden – a maid কুমারী মেয়ে

Companions – partners সঙ্গী

Willing – not refusing to do something ইচ্ছুক

Lonely – alone একাকী

Swift – rapid দ্রুত

Chariot – a carriage with two wheels that was pulled by horses রথ

Bushes – thickets ঝোপঝাড়

Laughter – the act of laughing হাসি

Curious – inquisitive কৌতুহলি

Charmed – fascinated মুগ্ধ

Kingdom – country ruled by king or queen রাজ্য

Frightened – horrified ভীত

Fled – ran away পালিয়ে গেল

Word notes Part 2

Departed – went away চলে গেল

Captive – confined বন্দী

Appear – Arrive আবির্ভূত হলো

Bank – shore of a river or lake নদী তীর

Brim – border কিনারা বা প্রান্ত

Sceptre – staff or baton symbolising kingship রাজদণ্ড

Plunged – dived ডুব দিল

Seized – grasped ধরে ফেলল

Girdle – a waist belt কটিবন্ধ

Trace – to find or discover চিহ্নিত

The Story of Proserpine Class 7 Activity Solution Unit 1

The Story of Proserpine Class 7 Activity Solution has been given below.

ACTIVITY 1

Fill in the blanks with suitable words from the passage.

(a) Goddess Ceres lived in the beautiful island of Sicily.

(b) Pluto was the king of the land of the dead,

(c) Everyone said that Proserpine was the spring herself.

(d) Pluto was charmed when he saw Proserpine.

(e) Pluto struck the ground with his sceptre and it opened instantly.

ACTIVITY 2

Identify which of the following statements are True and which are False. Give a supporting statement for each of your answer.

(a) Ceres had little role to play in the lives of the people on earth. – False

Supporting statement: “She was the goddess of crops, plants and trees; so on her depended the
health and happiness of all the people of this wide world.”

(b) Ceres was extremely fond of her fair daughter. – True

Supporting statement: “Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life.

(c) When Pluto first saw Proserpine, she was helping her mother in the field. – False

Supporting statement: “There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her.”

(d) Pluto thought Proserpine’s beauty would brighten his dark kingdom. – True

Supporting statement: “I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful.”

(e) Proserpine threw away her girdle because she did not require it in Pluto’s kingdom. – False

Supporting statement: “She thought that the girdle might reach Ceres, and her mother would be able to trace her lost daughter.”

ACTIVITY 3

Fill up the following chart with information from the text.

CauseEffect
1. He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead.1. Pluto led a lonely life.
2. Pluto heard voices and laughter behind some bushes.2. He stepped on the chariot and walked to the bushes.
3. Pluto stepped into the circle and carried her to his chariot.3. The companions of Proserpine got frightened and ran away.
4. He was afraid that Proserpine’s mother Ceres would
soon appear there in search of her daughter.
4. Pluto drove the chariot very fast.
5. The river was full to the brim.5. He could not drive through the water.

ACTIVITY 4

Some words or phrases are given below. Find words from the text having meanings similar to these.

(a) a young unmarried girl: maiden

(b) a horse-driven carriage or car: chariot

(c) eager to know: curious

(d) flowers: blossoms

(e) grasped or caught tightly: seized

(f) a waistband: girdle

ACTIVITY 5

Fill in the blanks with suitable words from the list below. Change the form of the words where necessary. There are some extra words.

plunged, departed, trace, lovely, bank, drove, curls

(a) The rose is said to be the loveliest of all flowers.

(b) Kolkata is situated on the bank of river Hooghly.

(c) I could not trace the advertisement in yesterday’s newspaper.

(d) When it rains, driving a car is not easy.

(e) Please note the time of his departure from the office last Saturday.

Bengali Meaning The Story of Proserpine Class 7 Solution Unit 2

Page 77

সন্ধ্যাবেলা সিরিস ঘরে ফিরে এলেন। তিনি তাঁর মেয়েকে দেখতে পেলেন না যে অভ্যাসমতো তাঁর সঙ্গে দেখা করার জন্য ছুটে আসত। এমনটি আগে কখনও ঘটেনি। সিরিস খুব অবাক হয়ে গেলেন এবং কিছুটা চিন্তিত হলেন। তিনি সব ঘরে তাকে খুঁজলেন, কিন্তু সব ঘরই শূন্য ছিল। তখন তিনি আগ্নেয়গিরির আগুন থেকে একটি মশাল জ্বালালেন আর প্রসারপাইনের খোঁজে মাঠে মাঠে, উপত্যকায় ঘুরে বেড়ালেন। সারা রাত ধরে অনুসন্ধান চলল, এবং সকালে তাঁর দুঃখের সীমা রইল না।

ওই দিনই সিরিস দীর্ঘ ভ্রমণে বেরোলেন। তিনি দিনের পর দিন স্থলভূমি ও সমুদ্র, পাহাড় ও উপত্যকা সব জায়গায় ঘুরে বেড়ালেন। পৃথিবীতে তাঁর সব কাজ তিনি অবহেলা করলেন। তার ফলে সর্বত্র শস্যহানি ঘটল। মাটি হল শুকনো ও কন্ধ্যা। সারা পৃথিবীতে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিল। মনে হল উদবিগ্ন মায়ের সঙ্গে পৃথিবীও উদবিগ্ন হয়ে উঠেছে।

Page 77

লোকেরা উপবাস করতে লাগল। তারা সিরিস-এর কাছে এসে আবার তাদের প্রাচুর্য ফিরিয়ে দিতে এবং তাদের জীবন বাঁচাতে আবেদন জানাল। অবিরাম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সিরিস তাঁর বিষণ্ণ মুখ তুলে বললেন, “যতদিন না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাই ততদিন পৃথিবীর যত্ন করতে পারব না।

তাই জনগণ দেবতাদের রাজা জুপিটার-এর কাছে প্রার্থনা জানানোর কথা ভাবল। আর তারা প্রসারপাইনকে তার মায়ের কাছে এনে দেওয়ার জন্য জুপিটার-এর কাছে প্রার্থনা পাঠাল। সিরিস-এর সাহায্য তাদের খুবই প্রয়োজন।

সিরিস সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, আর শেষকালে সিসিলিতে এলেন। একদিন যখন তিনি একটি নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, তখন নদীর ঢেউগুলি তাঁর পায়ের কাছে একটি জিনিস এনে দিল। তিনি জিনিসটি তুলে নিলেন এবং দেখলেন যে ওটি তাঁর মেয়ের কোমরবন্ধনী।

Page 78

সিরিস ওটি বারবার যত্ন করে দেখতে লাগলেন। তাঁর চোখ জলে পূর্ণ হয়ে গেল এবং মলিন (পাণ্ডুর) গাল বেয়ে গড়িয়ে পড়ল। হঠাৎ তাঁর মনে হল তিনি যেন কাছের ঝরনা থেকে একটি কন্ঠস্বর শুনতে পেলেন। কণ্ঠস্বর প্রতি মুহূর্তে আরও স্পষ্ট হল আর বলল, “সিরিস, পৃথিবীর মহীয়সী মা, আমি ঝরনার পরি (জলপরি )। আমি পৃথিবীর অন্ধকার গভীরে বাস করি। আমি তোমার মেয়েকে প্লুটোর রাজ্যে সিংহাসনের উপর দেখেছি। তার গালগুলি মলিন (বিবর্ণ) হয়ে গেছে, আর তার চোখ দুটি কেঁদে কেঁদে ফুলে উঠেছে। তুমি জুপিটার-এর কাছে যাও আর তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর কাছে প্রার্থনা করো। আর দুঃখ করো না।”

এই কথাগুলি বলে জলপরিটি যেন সূর্য আর আকাশের দিকে লাফ দিল

Page 78

সিরিস এবার জুপিটার-এর সঙ্গে দেখা করতে এসে বললেন, “আমি সেই জায়গাটি খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে। দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন আর তাহলে আমি আবার পৃথিবীকে আর একবার আগের মতো উর্বর করে তুলব।”

জুপিটার মায়ের দুঃখে এবং পৃথিবীর জনগণের প্রার্থনায় ভীষণভাবে বিচলিত হলেন। তিনি কিছুক্ষণ ভাবলেন আর বললেন, “প্রসারপাইন যদি প্লুটোর রাজ্যে কোনো খাদ্য না-খেয়ে থাকে তাহলে সে পৃথিবীতে ফিরে আসতে পারে।”

সিরিস দ্রুত মৃতদের রাজ্যে নেমে গেলেন। কিন্তু হায়! ওই দিনই প্রসারপাইন ছটি বেদানার দানা খেয়ে ফেলেছে, আর প্রতিটি বীজের জন্য প্রতি বছরে এক মাস করে মৃতদের রাজ্যে থাকার জন্য ভাগ্য পূর্ব নির্দিষ্ট হয়ে গেছে।

Page 78

তাই প্রতি বছর ছ-মাস প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসে। যখন সে ফিরে আসে তখন ফুল ফোটে, পাখি গান গায়, আর পৃথিবী রুণী রানিকে স্বাগত জানাতে হেসে ওঠে। কিন্তু যখন পাতাল রাজ্যে প্লুটোর সঙ্গে প্রসারপাইন-এর গুনরায় মিলিত হওয়ার সময় আসে তখন সিরিস ছ-মাসের জন্য দুঃখ করতে থাকেন। পৃথিবীকেও তখন দুঃখিত ও বিষণ্ন দেখায়। গাছপালা তাদের পাতা ঝরিয়ে ফেলে। ফুলগুলিও মাটির নীচে লুকিয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত না তারা আবার প্রসারপাইন-এর পৃথিবীতে ফিরে আসার মৃদু পদধ্বনি শুনতে পায়।

Word Notes Part 3

Volcano – a mountain emitting lava আগ্নেয়গিরি

Wondered – roamed এদিক ওদিক ঘুরলো

Valleys – low areas between The hills উপত্যকা সমূহ

Looking for – searching সন্ধান করল

Grief – sorrow দুঃখ

Bounds – limits সীমা

Neglected – disregarded অবজ্ঞা করেছিল

Crops – grains শস্য

Barren – infertile অনুর্বর

Famine – Hunger/dearth দুর্ভিক্ষ

Broke out – appeared suddenly হঠাৎ আবির্ভূত হলো

Seemed – appeared মনে হল

Grieved – mourned শোক পালন করল

Starving – dying of hunger ক্ষুধায় মারা গিয়েছিল

Implored – requested earnestly মিনতি করল

Lifted – elevated উঁচু করল

Weary – tired ক্লান্ত

Ceaseless – constant অবিরাম

Jupiter – the Roman King of gods রোমানদের দেবরাজ

In need of – in demand প্রয়োজন

Passing by – going past কাজ দিয়ে যাচ্ছিল

Waves – swells তরঙ্গ বা ঢেউ

Carefully – attentively মনোযোগ সহকারে

Word Notes Part 4

Streamed – flowed গড়িয়ে পড়ল

Pale – colourless বিবর্ণ

Cheeks – sides of the face below the eye গাল

Nearby – not far away পার্শ্ববর্তী

Fountain – spring ঝরনা

Nymph – mythological theories of trees rivers and mountains পরী

Depth- deepness গভীরতা

Throne – a chair for king or queen সিংহাসন

Weeping – crying কাঁদছিল

Fruitful – productive ফলদায়ক

Mood – touched হৃদয় স্পর্শ করল

For a while – for sometime কিছুক্ষণের জন্য

Descended – came down নেমে এলো

Pomegranate – a type of fruit with many seeds ডালিম

Destined – fated ভাগ্য দ্বারা নির্ধারিত

Realm – Kingdom রাজ্য

Re join – to join again পুনরায় যোগ দেওয়া

Underground – under the surface of the ground ভূগর্ভস্থ

Gloomy – dark নিষ্প্রভ

Shed – drop ঝরে যাওয়া

Gentle – good natured ভালো স্বভাবের

Footfall – the sound of the steps পদধ্বনি

The Story of Proserpine Class 7 Activity Solution Unit 2

ACTIVITY 6

Complete the following sentences with information from the text.

(a) From the fires of a volcano she lighted a torch.

(b) People thought of praying to Jupiter because Ceres refused to take care of the earth until she got back her lost daughter.

(c) The nymph of the fountain lived in the dark depths of the earth.

(d) Jupiter said that Proserpine might return to earth if she had not tasted any food in Pluto’s kingdom.

(e) Ceres would begin to grieve for six months when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom.

ACTIVITY 7

Fill up the following chart with information from the text.

WHODID WHATWHEN
Ceressearched for Proserpine in all the roomsPluto abducted her to the world of the dead.
Peoplethey came to Ceres and implored her to bring back plenty and save their lives.they were starving.
Ceresfound the girdle of her daughterone day when she was passing by a river.
Proserpinehad eaten six pomegranate seedsthe day when Ceres descended into the land of the dead.
The earthsmiled to welcome the young queenProserpine would come back to her mother for six months.

ACTIVITY 8

Answer the following questions.

(a) Why did Ceres feel very sad in the morning?

Ans: Ceres felt very sad in the morning because she could not find Proserpine, her daughter in spite of the whole night’s search.

(b) Why was there a severe famine all over the world?

Ans: There was a severe famine all over the world because Ceres neglected all her work on earth and as a result the crops failed everywhere.

(c) Briefly narrate what the nymph of the fountain told Ceres.

Ans: The nymph of the fountain told Ceres that she lived in the dark depths of the earth and she had seen Proserpine on a throne in the kingdom of Pluto. Her cheeks were pale and her eyes were heavy with weeping.

(d) Why was Proserpine bound to live for six months in the underground kingdom?

Ans: According to Jupiter Proserpine could only come back to Earth permanently if she had not tasted any food in Pluto’s kingdom. But, by the time Ceres reached she had already eaten six pomegranate seeds. So she was bound to live for six months in the underground kingdom.

ACTIVITY 9

Rearrange the following sentences and make a paragraph on how Proserpine returned from the underworld to her mother on Earth.

(a) Suddenly one day Ceres picked up Proserpine’s girdle by the riverside. [4]

(b) Ceres visited Jupiter and sought his help to get back her daughter. [6]

(c) Pluto took away the beautiful maiden Proserpine to his underground kingdom. [1]

(d) Ceres went underground to find that Proserpine had already eaten six pomegranate seeds there. [8]

(e) Ceres, her mother, was much surprised not to find her at home in the evening. [2]

(f) The nymph of the fountain told Ceres about her daughter’s whereabouts. [5]

(g) Jupiter said that Proserpine might return to Earth if she had not eaten any food in the land of the dead. [7]

(h) The mother searched for her daughter everywhere in vain. [3]

(i) Proserpine was destined to spend six months every year in Pluto’s underworld and the remaining. [9]

ACTIVITY 10

Match the word Column A with their meanings in Column B.

AB
(1) realm(a) deep sorrow (4)
(2) ceaseless(b) dull or whittish in colour (3)
(3) pale(c) dark or depressing (6)
(4) grief(d) begged (5)
(5) implored(e) kingdom (1)
(6) gloomy(f) endless (2)

ACTIVITY 11

Make sentences with the following pairs of words to show the difference in their meanings.

(a) meet: I meet my best friend.

meat: A piece of meat fell from the dog’s mouth as it barked to see another dog

(b) wandered: The people of ancient age wandered from place to place in search of food.

wondered: I wondered how my brother won the match being the youngest among the participants.

(c) whole: The whole bread was eaten by the big fat man.

hole: There is a hole in my garden where a squirrel lives.

(d) leap: The rabbit was leaping on his feet.

lip: Her lips were as red as rose.

(e) cease: The hostilities ceased and normal life was resumed.

seize: She jumped and seized his arms.

(f) throne: The golden throne belonged to the king of seven kingdoms.

thrown: My grandma had thrown away all the old blankets after she bought a new.

(g) prey: A deer is the prey of a tiger.

pray: We should pray to God every day.

(h) tested: This medicine has not been tested on animals.

tasted: She had never tasted an ice-cream before.

ACTIVITY 12

ACTIVITY (13(a)

Fill in the blanks with appropriate modals from the list given below. One modal may be used more than once.

may, would, will, should, must, can, could

(a) I must finish my homework before going to school.

(b) He can give you a solution.

(c) Rajesh planned that he would make a kitchen garden.

(d) He could help me if he wished.

(e) We should save trees for a better future.

(f) The teachers expect that all the students will pass the examination.

(g) Students must treat their teachers with respect.

(h) It may rain today.

ACTIVITY 13(b)

Fill in the blanks with the negative forms of appropriate modals.

(a) I can’t help you. I am sorry.

(b) Your bed is ready. Won’t you lie down now?

(c) One shouldn’t go for swimming when the sea is rough.

(d) The student got poor marks because he couldn’t solve a few sums.

(e) They won’t be able to supply the materials on time.

ACTIVITY 14(a)

Match the clues with the pictures. Write the matching picture mumbers in the brackets.

God appeared in the disguise of a wise man and asked the cart-man to put his shoulders to the
wheel. (1)

The cart moved. (2)

A cart-man driving a cart. (3)

He started praying to God. (4)

The wheels sank in mud, (5)

Cart-man pulled the wheel with great effort. (6)

ACTIVITY (14(b)

Write a story based on the above clues in about seventy words. Add a title to your story.

The Cartman and His Cart

One day a cart-man was driving his cart along a muddy way. Suddenly the wheels of the cart sank in mud and the cart did not move. Two bullocks tried to pull the cart but their efforts were in vain. The cart-ma was helpless and he started praying to God. At his prayer, God appeared before him in disguise as a wise man. He did not help him but asked him to put his shoulders on the wheel. The cart-man did so and applied his force to pull the wheel. Finally, the cart began to move. The cart-man expressed his gratitude to God as he learned a lesson that self help is the best help and God helps those who help themselves.

ACTIVITY 15

In each group there are three sentences. One of them has some grammatical errors. Identify that sentence and underline it.

Group A: (i) Ranit has taken my pen.

(ii) This house is our. [grammatically incorrect]

(iii) They live happily in their village.

Group B: (i) I always enjoy reading children’s book.

(ii) Sunita studies in Nivedita Girls’ High School.

(iii) The children is crying. [grammatically incorrect]


Group C: (i)The bird on the cage has flew away. [grammatically incorrect]

(ii) Take out that book from the shelf.

(iii) The man arrived at the station on time.


Group D: (i) She left the place quietly.

(ii) The cart-man is driving his cart in a slowly manner. [grammatically incorrect]

(iii) Alam is known for his gentle manners.


Group E: (i) Would you like to have a cup of coffee?

(ii) If you wanted to perform well, you shall work hard. [grammatically incorrect]

(iii) We can reach Delhi by road.

ACTIVITY 16

Write a paragraph on a recent Tree Plantation Drive undertaken by your school. Your paragraph should be in about seventy words. Give the following details.

name and location of your school – date, time and place of the Tree Plantation Programme – inauguration ceremony – the participants-guests present, if any-cultural programme to mark the day- your role.

Tree Plantation Drive in My School

On 5 June, on the occasion of World Environment Day a tree-plantation programme was held at Sister Nivedita School located at Baghbazaar, just beside ‘Girish Bhaban. The programme was inaugurated by the Headmistress of our school by planting a sapling of gulmohor tree in our school compound. Later students and teachers planted one hundred saplings within and around the school compound. The Chairman of Sarada Math was present as the chief guest. A fascinating cultural programme was held in the evening to mark the day. I planted few saplings in the school compound. I also took part in dance drama. Everyone present there enjoyed the whole programme.