Memory in Marble Class 5 Questions and Answers

Memory in Marble Class 5 is included in Butterfly: English Textbook under the WBBSE syllabus. Explore Questions and Answers with Bengali meanings and Words Notes of Memory in Marble Class 5 in the following.

There are beautiful monuments in India. In the story, Memory in Marble, a student of class five was asked to write about the Taj Mahal. What did he come to know about the Taj Mahal from his grandfather before he started writing?

Q. Have you seen the picture before?

Ans: Yes, I have seen the picture before.

Q. Where have you seen it?

Ans : I have seen the picture on a book.

Q. Do you know the name of this monument?

Ans : Yes, this is the picture of the Taj Mahal.

Q. Where is it situated?

Ans : It is situated in Agra beside the river Yamuna.

About the Text: Memory in Marble Class 5

In Memory in Marble, the story of the Taj Mahal, one of the seven wonders of the world, has been described.

Line by Line Bengali Meaning of the Text:

বঙ্গানুবাদ :

তরুণ পঞ্চম শ্রেণিতে পড়ে। তার শিক্ষক তার শ্রেণির ছাত্রদের একটা পড়া দিয়েছেন। তিনি তাদের তাজমহল সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে প্রকৃতপক্ষে বেশি কিছু জানে না। সে কেবল জানে যে এটা আগ্রায় অবস্থিত একটা সুন্দর স্মৃতিসৌধ। চিন্তান্বিত হয়ে সে সন্ধ্যায় বাড়ি ফিরল এবং ঠাকুরদাদাকে জিজ্ঞেস করল, “ঠাকুরদা,

তাজমহল সম্বন্ধে তুমি কি আমাকে কিছু বলতে পার?”

তরুণের দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। সুতরাং তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্বন্ধে প্রচুর জানতেন। তিনি মৃদু হাসলেন এবং বললেন, “ঠিক আছে। যদি তুমি ভালো ছেলে হবে প্রতিশ্রুতি দাও, তাহলে আমি তােমাকে তাজমহল সম্বন্ধে অনেক জিনিস বলব।“

যেইমাত্র তরুণ দুরস্ত হবে না প্রতিশ্রুতি দিল তখন তার ঠাকুরদা তাজমহলের গল্প বলতে লাগলেন।

কোন এক সময়ে খুরাম নামে এক রাজকুমার বাস করতেন। তিনি জাহাঙ্গীরের পুত্র মহামতি আকবরের নাতি ছিলেন।

একদিন খুররম তার বন্ধুদের সঙ্গে মিনাবাজারে গেলেন। সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী বালিকাকে এক পলক দেখেন।

সে রেশম ও কাঁচের পুঁথি বিক্রি করছিল। বালিকাটি হল আরজুমন্ত বানু বেগম। তিনি পারস্যের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।

People also ask

Butterfly Class 5: English Textbook Solution

Lesson – 1. Gandhi, The MahatmaLesson – 7. The Rebel Poet
Lesson – 2. A Feat On FeetLesson – 8. Buildings to Remember
Lesson – 3. Phulmani’s IndiaLesson – 9.The Bird’s Eye
Lesson – 4. Memory in MarbleLesson – 10. A Great Social Reformer
Lesson – 5. My School DaysLesson – 11. The Finishing Point
Lesson – 6. The Clever MonkeyLesson – 12. Beyond Barriers

বঙ্গানুবাদ :

তার সঙ্গে সাক্ষাত করার পর খুরাম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন যে তিনি তাকে বিয়ে করতে চান।

প্রথম সাক্ষাতের পাঁচ বছর পর ১৬১২ খ্রিস্টাব্দে খুরম আর্জুমান্দ বানু বেগমকে বিবাহ করেন।

এইখানে তরুণ তার ঠাকুরদাকে থামাল।

“কিন্তু ঠাকুরদা আমি রাজকুমার খুরমের গল্প শুনতে চাই না। আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই।”

তার ঠাকুরদা বললেন “তরুণ, ধৈর্য ধর, আমাকে সমস্ত গল্পটা শেষ করতে দাও।” তরুণ বলল, “ঠিক আছে”।

ঠাকুরদা গল্পটা বলেই চললেন। রাজকুমার খুরম পরে শাহজাহান রূপে পরিচিত হন। তিনি ১৬২৮ সালে সম্রাট হন।

আর্জুমান্দ বানু বেগমের পরে নাম হয় মমতাজ মহল।

তরুণ জিজ্ঞেস করল,”মমতাজ মহল নামের অর্থ কী?”

এর মানে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রাজমুকুট” তার ঠাকুরদা উত্তর করলেন।

তারপর তিনি তার গল্প চালিয়ে গেলেন, “যখন মমতাজ তার মৃত্যু শয্যায় ছিলেন, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি পুনরায় বিয়ে করবেন না। তিনি আরও প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার কবরের উপর সবচেয়ে সুন্দর জমকালো  সমাধি মন্দির তৈরি করবেন।”

তরুণ বিস্ময়ে জিজ্ঞেস করল,“ঠাকুরদা ‘মসলিয়াম’(সমাধিমন্দির) কী?”

“আহা! ‘মসলিয়াম’ হল মৃত লোকের  কবরের উপর নির্মিত সৌধ।” পৌরাণিক কাহিনি অনুসারে তার স্ত্রীর মৃত্যুতে শাহজাহান এত দুঃখিত হয়েছিলেন যে রাজসভাকে দু-বছর শোক পালন করতে আদেশ দিয়েছিলেন। পরে শাহজাহান তাঁর প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে যমুনা নদীর পাশে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিশৌধ নির্মাণ করতে আরম্ভ করেন। স্মৃতিশৌধটি তৈরি করতে ২২০০০(বাইশ হাজার) কর্মীর ২২(বাইশ) বছর লেগেছিল। পুরো তাজমহলটাই সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছিল। সারা এশিয়া থেকে আনা হয়েছিল এই সাদা মার্বেল। ১৬৬৬ খ্রিস্টাব্দে শাহজাহান যখন মারা যান তার দেহ |

মমতাজ মহলের পাশে রাখা হয়েছিল। এই অপূর্ব স্মৃতিশৌধ তাজমহল রূপে পরিচিত হল। এখন এটাকে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। ঠাকুরদা মুহূর্তের জন্য থামলেন। “বেশ, আমি আজ তোমাকে অনেক কিছু বলেছি। এটা কি তোমাকে যথেষ্ট সাহায্য করবে?”

তরুণ আনন্দে বলল,“হ্যা, এখন আমি সহজে ‘তাজমহল’ সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে পারি।”

Word Notes:

task – duty – কাজ

paragraph – passage – অনুচ্ছেদ

monument  –  mausoleum – স্মৃতিসৌধ

is situated  – placed – অবস্থিত

retired  – resigned – অবসরপ্রাপ্ত

smiled  – laugh – মৃদু হাসলেন

promised  – give word – প্রতিশ্রুতি দিল, প্রতিজ্ঞা করল

naughty  – mischievous – দুষ্টু

began  – started – শুরু করল

caught  – hold – ধরলেন, নাগাল পেলেন

glimpse  – glance – ক্ষণিক দৃষ্টি, এক পলকে

extremely –  highly – সর্বোচ্চ পরিমাণে

beads  – small round objects made of glass, stone or wood.পুঁতিগুলি

Persian  – member of native people of Iran – পারস্য, পারসি

Nobility – upper class – মর্যাদা, অভিজাত

wanted  – asked – চাইলেন

marry  – bond – বিবাহ করা

At this point – At particular time – এই মুহূর্তে

stopped  – pause – থামালেন

patient  – tolerant – ধৈর্যশীল, সহিষ্ণু

emperor  – king – সম্রাট

renamed  – change name – পুনর্নাম

crown  – headwear worn by emperor – মুকুট

considered  – recognised – গণ্য করা

wonder  – surprise – বিস্ময়

paused  – stopped – থামলেন।

moment  – at that rime – মুহূর্ত, ক্ষণকাল

Memory in Marble Class 5 Activity Questions Answers

Let’s do…

ACTIVITY 1

Let’s complete the sentences with information from the text:

(a) Tarun’s grandfather knew a lot about the Taj Mahal because he was a retired teacher.

(b) Akbar the Great was the grandfather of prince Khurram.

(c) Khurram first saw Arjumand Banu Begum at Meena Bazar.

(d) Prince Khurram was later known as Shah Jahan.

(e) “Mumtaz Mahal” means the brightest crown in the world.

(f) Shah Jahan built the Taj Mahal in memory of his beloved wife.

(g) Taj Mahal is one of the seven wonders of the world.

ACTIVITY 2

Let’s arrange the jumbled words with the help of the given hints:

(a) seumuamlo ________ (hint: a building in which there is a grave)

Ans : mausoleum

(b) spneria ________ (hint: a man from Persia)

Ans : Persian

(c) lejwe ________ (hint: a valuable stone)

Ans : Jewel

(d) sligmpe ________ (hint: a look only for a moment)

Ans : Glimpse

Let’s learn…

Let’s look at the following sentences from the text:

He only knows that it is a beautiful monument situated in Agra.

Tarun promised not to be naughty.

In the first sentence, the word ‘beautiful’ describes the word, ‘monument’. In the second sentence, the word , ‘naughty’ describes the word, ‘Tarun’. Both ‘monument’ and ‘ Tarun’ are Nouns.

When a word describes a Noun or pronoun or tells more about a Noun or Pronoun, it is called Adjective. An adjective is called a describing word.

Let’s do…

ACTIVITY 3(a)

Find out some describing words from the text and put them in the box below: (One is done for you)

Ans : Beautiful, retired, good, naughty, brightest, magnificent, helpful.

ACTIVITY 3(b)

Let’s make sentences with the adjectives given below:

Honest : Always try to be honest.

Poor : Don’t neglect the poor.  

Narrow :  I had to walk down the narrow lane.

True : He was always true to his word.

ACTIVITY 4

Let’s change forms of the following doing words. One is done for you:

PresentPast
telltold
smilesmiled
catchcaught
gowent
wantwanted

Let’s learn…

Let’s look at the following sentences from the text:

Tarun studies in class five.

His grandfather began to tell him the story of the Taj Mahal.

The words, ‘in’, ‘to’, ‘of’ in the above sentences indicate place, position, time or method and they also make a relation between noun or pronoun and other words in sentences.

When a word used before a noun or a pronoun to indicate place, position, time or method and to make a relation between noun or pronoun and other words in sentences, is called Preposition.

Examples:

The book is in the bag.

The book is on the table.

The book is under the table.

This book is for you.

She gave a book to her teacher.

She held the book over the table.

She read the book during class.

In each of the above sentences, the preposition shows the position (on, under, over), time (during), method (for, to) and place (in).

ACTIVITY 5

Fill in the blanks with suitable prepositions from the box. One is done for you:

(a) My uncle visited us on the 5th of April.

(b) Ram went to play football at the tiffin-break.

(c) Mr. Brown lives in England.

(d) The tail of a monkey is long.

(e) The cat is sleeping under the table.

(f) Mrs. Das brought sweets for the children.

(g) Rahul came to my house this morning.

in, for, of, under, during, on, to

ACTIVITY 6

Fill in the blanks with appropriate articles. One is done for you:

The Taj Mahal is one of the greatest wonders of the world. It is wonderful specimen of architecture. The monument like this is rare to find. I am proud to be an  Indian.

ACTIVITY 7

Suppose you have visited a place of interest. Now write at least five sentences about that place. Begin with the name of the place. Here are some hints.

Hints:

(1) Last summer I visited the Taj Mahal.

(2) I went there with my parents.

(3) I saw the Agra Fort Also known as Lal Qila, Fatehpur Sikri, Itimad-ud-daula’s Tomb, Akbar’s Tomb, Jama Masjid.

(4) It is located in Agra on the bank of the river Yamuna.

(5) It was built entirely out of white marble.

(6) It is one of the seven wonders of the world.

(7) It has been declared as World Heritage Site by UNESCO.

ACTIVITY 8

Write five sentences about your journey from your home to school. You can use the following hints:

Hints : Distance between home and school – modes of travelling – important landmarks – things you see during your journey – the most exciting part of your journey.

Answer :

I always go to school on foot. The distance between my home and school is near about 2 kilometres. On my way to school I came across a big pond. I also see a temple, a mosque, a play field during my journey to school. But to me the most exciting part is the pond where I can see different types of fishes, some fishermen catching fishes and the local people came there for water.

ACTIVITY 9

You have seen a route map in lesson 2. Draw a route map of your journey from your home to school.

Try yourself to draw this route map.