Ghosts on the Verandah Class 7 Solution Lesson 13

Ghosts on the Verandah Class 7 Solution Lesson 13 has been included in Blossoms: English Textbook for Class VII under the WBBSE syllabus.

Ruskin Bond (1934 ) is an Indian author of British descent. In 1992, he received the Sahitya Akademi Award for his short story collection, Our Trees Still Grow in Dehra. His famous works include Room On the Roof, A Flight of Pigeons, Angry River, The Blue Umbrella. The present text is an edited version of his short story Ghosts on the Verandah.

বাংলা অনুবাদ রাস্কিন বন্ড (১৯৩৪–) ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। ১৯১২ খ্রিস্টাব্দে তাঁর ছোটোগল্প সংকলন আওয়ার ট্রীজ স্টিল গ্রো ইন ডেহরা-র জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে রূম অন দ্যা রূফ, অ্যা ফ্লাইট অভ্ পিজস, অ্যাংরি রিভার, দ্যা ব্লু আমব্রেলা। বর্তমান পাঠ্যটি তাঁর ছোটোগল্প গৌস্টস্ অন দ্যা বারান্দা-র মুদ্রিত সংস্করণ

Ghosts on the Verandah Class 7 Unit 1 Solution

Ghosts on the Verandah Class 7 Unit 1 Solution is provided with bengali meaning, word notes, and Activity questions and answers.

Bengali Meaning

Page 127

অনিলের মায়ের স্মৃতিভাণ্ডার পূর্ণ ছিল অবিশ্বাস্য পরিমাণ লোককাহিনিতে, আর তিনি মাঝে মাঝে অশরীরী আত্মা আর অনিষ্টকর (দুষ্ট) ভূত সম্পর্কে তাঁর গল্প বলে আমাদের অবাক করে দিতেন।

একদিন সন্ধ্যাবেলা যখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, বাজারের মধ্যে অনিলের উপর তলার ফ্ল্যাটে রাত কাটাতে কমল আর আমি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। তখন অনিলের মা তাঁর জানা নানারকম ভূত সম্পর্কে আমাদের বলতে লাগলেন। পরিচারিকা মুলিয়া এইমাত্র স্নান সেরে খোলা চুলে বারান্দায় এসে দাঁড়াল।

অনিলের মা বললেন, “ও মেয়ে! তোমার ওরকম চুল খুলে রাখা উচিত নয়। ওতে একটি গিঁট দেওয়াই ভালো।”

মুলিয়া বলল, “আমি এখনও চুলে তেল মাখাইনি।”

“কিছু মনে করো না, সূর্যাস্তের সময় (সন্ধ্যার সময়) তোমার চুল খুলে রাখা উচিত নয় ৷ ‘জিন’ নামে একরকম প্রেত আছে, সে তোমার মতো লম্বা চুল আর সুন্দর কালো চোখের প্রতি আকৃষ্ট হয়। তারা তোমাকে তুলে নিয়ে যেতে প্রলুব্ধ করতে পারে!”

Page 128

মুলিয়া বলল, “কী ভয়ানক!” এই বলে সে তাড়াতাড়ি তার চুলে গিঁট দিল এবং ঘরের মধ্যে নিরাপদ জায়গায় ঢুকে পড়ল।

কমল, অনিল আর আমি একটি দড়ির খাটিয়ায় অনিলের মায়ের মুখোমুখি বসলাম, অনিলের মা বসেছিলেন আর একটি খাটে। তাঁর বয়স বত্রিশের বেশি নয়, আর তাঁকে প্রায়ই অনিলের বড়ো বোন বলে ভুল করা হত।

আমি জানতে চাইলাম, “আষ্টি, তুমি জিন দেখেছ?”

Page 128

তিনি বললেন, “কখনো-কখনো। আমাদের এলাকায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন যাঁর ছাত্ররা ছিল তোমাদের বয়সি। একটি ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন সে যখন ক্লাসের একটি কোণে তার ডেঞ্চে বসেছিল, তখন শিক্ষকমশাই সেই ঘরের দূরের একটি আলমারি থেকে তাকে একটি বই আনতে বললেন। ছেলেটি সেদিন সকালে একটু আলসেমি বোধ করেছিল বলে তার আসন থেকে উঠল না। সে শুধু তার হাতটা বাড়িয়ে দিল, আলমারি থেকে বইটি নিল, আর শিক্ষকমশাইকে বইটি দিল। প্রত্যেকেই অবাক হয়ে গেল, কারণ ছেলেটির বাহু বইটি ছোঁওয়ার আগে প্রায় চার গজ প্রসারিত হয়েছিল! তারা বুঝতে পারল সে একটি জিন; আর তাই সে খেলাধুলায়, ব্যায়ামে এত ভালো যেখানে শরীরের দারুণ ক্ষিপ্রতা দরকার হয়।”

Page 128

অনিল বলল, “বেশ, আমি যদি একটি জিন হতাম! বিশেষ করে ভলিবল খেলায়।”

অনিলের মা তখন আমাদের অনিষ্টকর ভূত মুঞ্জিয়া সম্পর্কে বললেন যে মুঞ্জিয়া নির্জন পীপুল গাছে বাস করে। যখন কোনো মুঞ্জিয়া বিরক্ত হয়, তখন সে গাছ থেকে বেরিয়ে এসে টোঙ্গা, গোরুগাড়ি, সাইকেল উলটে দেয়। এমনকি শোনা যায় একটি বাসকেও একটি মুক্তিয়া উলটে দিয়েছিল।

অনিলের মা সতর্ক করে দিলেন “যদি তুমি রাতে পিপুল গাছের তলা দিয়ে যাও, তাহলে সাবধান হবে যেন মুখ না-ঢেকে হাই ভুলবে না বা গাছটির সামনে আঙুল মটকাবে না। যদি তুমি ওটি মনে না-রাখো, তাহলে মুঞ্জিয়া সোজা তোমার গলা দিয়ে নেমে যাবে এবং তোমার হজমশক্তি পুরোপুরি নষ্ট করে দেবে!

Word Notes

memory – স্মৃতিশক্তি (এখানে স্মৃতির ভান্ডার)

incredible – অবিশ্বাস্য; unbelievable

amount – পরিমাণ

folklore – লোককাহিনি; the traditional stories of a country or community

astonish – বিস্মিত করা, অবাক করা; surprise

spirits — অশরীরী আত্মা; ghosts

mischievous ghost – দুষ্ট ভূত; evil ghost

invited – আমন্ত্রিত হয়েছিল

upper-storey – উপর তলা

maid servant – পরিচারিকা

tie a knot – গিঁট দেওয়া

attracted – আকৃষ্ট হয়; allured

pretty – সুন্দর; beautiful

tempted – প্রলুব্ধ হয়; enticed

dreadful – ভয়ংকর; fearful

hurriedly – তাড়াতাড়ি; quickly

string cot – দড়ির খাটি

Jinn – জিন (একরকম ভূত)

locality এলাকা; area

fetch – আনা; bring

cupboard – ঢাকা দেওয়া আলনা

Ghosts on the Verandah Class 7 Unit 1 Activity Questions Answers Solution

Ghosts on the Verandah Class 7 Unit 1 Activity Questions Answers Solution is provided in the following in an easy way.

Activity 1

Complete the following table with information from the text.

StatementReason
(a) The author went to stay at Anil’s houseAnil’s father was out of station.
(b) Anil’s mother told them ghost storiesShe had known many of them.
(c) The boy in the classroom could stretch his hands He was a linn four yardsHe was a Jinn
(d) Anil wished to be a JinnFor volleyball matches.


Activity 2

Answer the following questions.

(a) What attracts a Jinn?

Ans: A Jinn is attracted by long hair and pretty black eyes.

(b) List the activities of an annoyed Munjia.

Ans: An annoyed Munjia upsets tongas, bullock-carts, cycles and even a bus.

(c) Why must one be careful while yawning under a peepul tree at night?

Ans: One must be careful while yawning under a peepul tree at night because the Munjia may jump down one’s throat and completely ruin one’s digestion.

(d) How did the boy in the class show that he was a Jinn?

Ans: One day the teacher asked the boy to fetch a book from the cupboard which stood at the far end of the room. The boy, without moving from his seat, stretched out his arm about four yards to touch
the book and only a Jinn could stretch his arm that much. This is how the boy in the class showed that he was a Jinn.

Activity 3

Fill in the blanks by choosing appropriate words from the box given below. You may need to change the form of the words.

incredible, fetch, cupboard, agility

(a) Since she is a gymnast, she has great agility.

(b) Tuhin fetched a bucket of water.

(c) Your story is incredible.

(d) The utensils are kept inside a cupboard.

Activity 4

Complete the following comparisons by correctly choosing the word from the box given below.

cold, hot, black, proud, brave, green, heavy, gentle, firm, busy

(a) as black as coal

(b) as brave as a lion

(c) as busy as a bee

(d) as gentle as a lamb

(e) as proud as a peacock

(f) as green as grass

(g) as firm as a rock

(h) as heavy as lead

(i) as cold as ice

(j) as hot as fire

Activity 5

Rewrite the following sentences using the adverbs given in brackets in the appropriate place.

(a) This exercise is too easy. (too)

(b) The train is fairly fast.(fairly)

(c) The bottle is quite full. (quite)

(d) We nearly won the match. (nearly)

(e) We are late, let us hurry rather. (rather)

(f) She has just come in. (just)

(g) He never makes a mistake. (never)

(h) I always get up early in the morning. (always)

(i) I am very sorry. (very)

(j) He was intelligent enough to solve the problem. (enough)

Ghosts on the Verandah Class 7 Unit 2 Solution

Ghosts on the Verandah Class 7 Unit 2 Solution is provided with bengali meaning, word notes, and Activity questions and answers.

Bengali Meaning

Page 130

বিষয়টি পরিবর্তন করার চেষ্টায় কমল বলল (উল্লেখ করল) যে তার এক বন্ধু একদিন সকালে তার বিছানায় একটি সাপ দেখতে পেয়েছিল।

অনিলের মা উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, “সে কি ওটিকে মেরে ফেলেছিল?”

কমল বলল, “না, ওটি পিছলে পালিয়ে গিয়েছিল।”

তিনি বললেন, “ভালো। যদি তুমি খুব সকালে একটি সাপ দেখো সেটি সৌভাগ্যের ব্যাপার।

“তিনি বললেন, ও তোমাকে কামড়াবে না, যদি তুমি ওকে ছেড়ে দাও।”

Page 131

প্রায় রাত এগারোটার সময় আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছি, আরও কয়েকটি ভূতের গল্প শুনেছি—তার মধ্যে একটি অনিলের ঠাকুরমার সম্পর্কে—যাঁর আত্মা তাদের পরিবারকে একবার দেখা দিয়েছিল—কমল আর আমি বারান্দায় সবার সঙ্গ ছেড়ে আমাদের জন্য বরাদ্দ করা ঘরে যেতে একেবারেই ইচ্ছুক ছিলাম না। এতেও কিছু ভালো মনে হচ্ছিল না যখন অনিলের মা অনিষ্টকর ভূতগুলিকে দূরে সরিয়ে রাখবার জন্য আমাদের কিছু জাদুমন্ত্র আবৃত্তি করতে বললেন। আমরা একটি চেষ্টা করলাম, যেটি ছিল

এইরকম—
ভূত, প্রেত, পিশাচ, দানা
ছু মন্তর, সব নিকাল যানা…

অনুবাদ করলে যার মানে দাঁড়ায়—

ভূত প্রেত, দত্যি, দানা
উড়ে চলে যা, আজ রাতে আসিস না…

Page 131

কিন্তু যতবার আমরা ওই ছড়াটি আবৃত্তি করলাম, ততই অস্বাচ্ছন্দ্য বোধ করলাম, আর যখন আমি বিছানায় শুয়ে পড়লাম (ভালোভাবে কোনো সাপ আছে কি না দেখে নেওয়ার পর) আমি স্থির হয়ে শুতে পারলাম না, শুধু ছটফট করতে লাগলাম, আর দেয়ালের দিকে তাকালাম কোনো চঞ্চল ছায়া পড়ছে কিনা দেখবার জন্য। কমল মৃদু সুরে গান গেয়ে আমাদের সাহস জোগানোর চেষ্টা করল, কিন্তু তাতে পরিবেশটা আরও অস্বাভাবিক হয়ে উঠল। কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম কেউ দরজায় টোকা মারছে, আর সেই সঙ্গে অনিল আর পরিচারিকার গলা। উঠে পড়ে দরজা খুলে তাদের বিবর্ণ আর উদ্বিগ্ন দেখলাম। তারাও অনিলের মায়ের গল্প শোনার ফলে ভয় পেয়েছে।

Page 131

অনিল জানতে চাইল, “তোমরা ঠিক আছ তো? তোমরা কি বাড়িতে আমাদের দিকের ঘরে শুতে চাও না? ওটি অনেক বেশি নিরাপদ হবে। মুলিয়া বিছানাগুলি তুলে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে!” কমল আর আমি প্রতিবাদ করে বললাম, “আমরা ঠিক আছি,” আমরা যে ভয় পেয়েছি সেটি দেখাতে চাইলাম না; কিন্তু আমরা ফ্ল্যাটের অন্যদিকে দ্রুত চলে গেলাম যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Page 131

এইসব যখন চলছে তখন অনিলের মা সেখানে ছিলেন না, কিন্তু হঠাৎ আমরা ঘরের যে দিকটি ছেড়ে চলে এসেছি সেই দিক থেকে তাঁর আর্ত চিৎকার শুনতে পেলাম ।

তিনি বললেন, “রুস্তি আর কমল অদৃশ্য হয়েছে! তাদের বিছানাও অদৃশ্য হয়েছে!”

আর তারপর যখন তিনি বারান্দায় বেরিয়ে এলেন আর পাজামা-পরে আমাদের দ্রুত ছুটে যেতে দেখলেন তখন তিনি আবার এক আর্ত চিৎকার করলেন আর খাটিয়ায় পড়ে গিয়ে জ্ঞান হারালেন।

তারপর থেকে আমরা অনিলের মাকে আর রাতে আমাদের গল্প বলতে দিতাম না।

Word Notes

attempt – চেষ্টা; effort

mentioned – বলল, উল্লেখ করেছিল

anxiously – উদ্‌বিগ্নভাবে

lucky – সৌভাগ্যসূচক

reluctant – অনিচ্ছুক; unwilling

retire – অবসর নেওয়া (এখানে, ফিরে আসা)

recite – আবৃত্তি করা

magical verses – জাদুমন্ত্র

goblins – বামনাকৃতি ভূত

spirits – আত্মাগুলি

repeated – পুনরাবৃত্তি করতাম

uneasy – অস্বস্তিকর

twisting – ছটফট করছিল

to raise our spirits – আমাদের সাহস বাড়াতে

eerie – অদ্ভুত ও অস্বাভাবিক; strange or unnatural

pale – বিবর্ণ; whitish

succeeded – সফল হয়েছিল

frightening  -ভয়-দেখা

safer – বেশি নিরাপদ

protested – প্রতিবাদ করেছিল

refusing – অস্বীকার করছিল

hustled – তাড়াতাড়ি করেছিল

a band of ghosts – একদল ভূত

activity – কাজ; job

conspiring – ষড়যন্ত্র করা; plot/lay plans

suddenly – হঠাৎ; abruptly

screaming – চিৎকার

direction – দিক

disappeared – অদৃশ্য হয়েছিল, অন্তর্হিত হয়েছিল

dashing – দ্রুতবেগে ছুটে এসে ধাক্কা দেওয়া; rushing

collapsed (v.) – জ্ঞান হারিয়ে পড়ে গেছি

Ghosts on the Verandah Class 7 Unit 2 Activity Questions Answers Solution

Ghosts on the Verandah Class 7 Unit 2 Activity Questions Answers Solution is provided in the following in an easy way.

Activity 6

Complete the following sentences with information from the text.

(a) Anil’s mother thought that seeing a snake early in the morning is lucky.

(b) Kamal and the author did not want to go to their room because it had been set apart for them.

(c) When Anil’s mother saw the boys rushing about, she gave another scream and collapsed on a cot

(d) Kamal sang softly because he wanted to raise their spirit.

Activity 7

Answer the following questions.

(a) Why did Anil and Mulia appear “pale and anxious”?

Ans: Anil and Mulia appeared “pale and anxious” because they were frightened to hear ghost stories narrated by Anil’s mother.

(b) What did Anil’s mother think when she saw the room empty?

Ans: Seeing the room empty, Anil’s mother thought that spirits might have hands for the disappearance of Rusty and Kamal.

(c) What was the effect of Kamal’s singing on the author?

Ans: Kamal’s singing made the atmosphere more eerie and it frightened the author more.

(d) Do you think Anil’s mother believed in ghosts? Give a reason for your answer.

Ans: Yes, I think Anil’s mother believed in ghosts. When she saw Rusty and Kamal were disappeared from their beds and saw the author and Anil dashing about in their pyjamas, she thought that it was due to some ghosts’ appearance that she could see them immediately after their disappearance from the room. So she screamed and collapsed on a cot.

Activity 8

Fill in the blanks with suitable modals.

(a) I can speak English.

(b) We eat so that we can live.

(c) You may go now.

(d) May you have good luck!

(e) We will be rewarded.

(f) I will not surrender.

(g) You will be able to do it in no time.

(h) We should help the poor.

(i) I should never tell lies.

(j) Tomorrow we will have a holiday.

Activity 9

Fill in the blanks with the correct tense of the verb given in brackets.

(a) She ran so fast that I could (can) not overtake her.

(b) I thought I saw (see) you yesterday.

(c) He helps his neighbours more than he helps (help) his family.

(d) When I saw het, I spoke (speak) to her.

(e) The more he learned, the more he wanted (want) to learn.

(f) There was a rumeur that he died (die) in the accident.

(g) We thought that she would (will) succeed.

(h) I shall nurse her that she may (may) recover.

(i) I left the place as soon as I heard (hear) the news.

(j) Honesty is (be) the best policy.

Activity 10

Fill in the blanks by choosing the correct verb given in brackets.

(a) All that glitters is (is/are) not gold.

(b) The great poet and novelist is (is/are) dead.

(c) Each of the boys was (was/were) given a prize.

(d) Salim as well as his friend is (is/are) honest.

(e) Time and tide wait (wait/waits) for none.

(f) Neither of the girls has (has/have) brought her book.

(g) None but the brave deserves (deserve/deserves) the fair.

(h) Three-fourths of the meal was (was/were) eaten.

(i) Either you or he has (has/have) done it.

(j) Slow and steady wins (win/wins) the race.

Activity 11

Fill in the gaps in the following table with appropriate forms of adjectives.

PositiveComparativeSuperlative
goodbetterbest
darkdarkerdarkest
wisewiserwisest
hardharderhardest
softsoftersoftest
highhigherhighest
brightbrighterbrightest
littlelessleast
beautifulmore beautifulmost beautiful
intelligentmore intelligentmost intelligent
seriousmore seriousmost serious
swiftswifterswiftest

Activity 12

Pick out the adjectives from the following sentences and write their degree.

(a) Which is the best book? Ans: best: Superlative Degree

(b) December is colder than other months. Ans: colder: comparative degree

(c) He is my eldest brother. Ans: eldest: Superlative Degree

(d) Nothing moves as fast as light. Ans: the fast positive degree

(e) Success is sweeter than failure. Ans: sweeter: comparative degree

Activity 13

Write a story in which you and your two friends are forced to spend a night in an old, desolate building far away from home.

A Night in an Old Desolate Building

Last year my friend invited me to his residence at Coochbehar to watch the immersion of the idols of goddess Durga in the river Torsa. We had immense pleasure watching the immersion. From there we went tohis ancestral house. On the way it started raining cats and dogs. We somehow managed to reach there. I The house was in Twins, Major portion of the house was overgrown with creepers and trees.

There was no electricity and had no inhabitant. The atmosphere of the house on that blustery night made the environment ewe te had to stay back at the house as we did not have any other choice. I bought a candle to lighten the room. We already had our dinner while coming there. Lying on the bed we noticed some shadows moving on the walls. We panicked in fear. However we shut our eyes with palpitating hearts. We did not and found friend’s uncle standing at the door. We were in great relief. know when we fell asleep. Earty in the morning 1 heard someone was pounding on the door. We woke up

Activity 14

Write a paragraph on a magic show. Use the following points.

place – the atmosphere – dress of the magician- tricks that he performed – how you liked the did you feel interested in performing magic by yourself – conclusion

A Magic Show

I went to Girish Manch to see magic show performed by renowned magician junior P C Sarkar. The hall was filled by spectators. Lights were put off as the show was about to begin. The magician appeared on the stage, dressed in spectacular clothes with a wand in his hand. He was full of energy and had a gentle smile on his face. He started his trick first by cards. Then he showed tricks by strings, colourful papers, almirah and many other objects. Two ladies held the magician tightly and put him into an almirah and they penetrated a number of shining swords inside the almirah from every square, But at our astonishment he was completely unhurt. I was thrilled to see a lady who was cut into three pieces and they were separated by metallic plates.

It was really funny to see a boy having a glass of milk and then the empty glass was again filled with milk as the magician poured it out from his mouth, ears and nose. I enjoyed every bit of it, I wanted to know from my father how did the magician play the tricks. Seeing my interest and curiosity, my father taught me the tricks of cards and strings. Next day I went to school and showed my friends the trick of cards. They all were surprised to see it.

× Need Help!