Clouds Class 8 Questions Answers with Bengali Meaning

Clouds Class 8 Questions Answers have been discussed that is under the syllabus of the West Bengal Board Class 8 Blossoms English Textbook. This article provides a comprehensive guide to Clouds Class 8 on different Activity questions answers and line-by-line Bengali meaning.

About the Text:

Intizar Hussain wrote a beautiful short story called “Badal” in the Urdu language. Rakshanda Jalil translated “Badal” as “Clouds”. In this story, we see how a boy wandered in search of clouds as if someone had lost his child. The boy wanted it to rain in presence of him but still, Sky was clear. But it was raining unfortunately when he was absent at that place. The story tells us how it was running in the absence of the boy and how the boy was disappointed and felt glad and relaxed also at the end of the story.  

About the Author:

Intizr Hussain was born in 1923. He was a famous Pakistani writer who wrote many short stories and novels in Urdu. He has received many awards in Pakistan, India, and the Middle East.

Clouds Class 8 Unit 1

Clouds Class 8 Bengali Meaning

Let’s read:

Para 1

He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he saw a grass-cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. He stopped the man and asked, “Have you seen the clouds there?”
“Clouds?”

বঙ্গানুবাদ:- সে মেঘের খোঁজে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল ওই বাঁকা পথ দিয়ে এবং সরু গলি পথ দিয়ে যতক্ষণ না পর্যন্ত সে একটি পুরনো মাটির বাড়ির কাছে এসে পৌঁছল। সেখানে থেকে এসে তারপর একটা মাটির পথ দিয়ে হাটতে লাগল। সে দেখল যে একজন ঘাস কাঠুরে অন্য দিক থেকে সদ্য কাটা ঘাসের বোঝা মাথায় নিয়ে ভারসাম্য রক্ষা করে তার দিকে এগিয়ে আসছে। সে লোকটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, “ওখানে কি তুমি মেঘগুলোকে দেখেছো?”
“মেঘ?”

Blossoms English Textbook for Class VIII: All Lessons Answers

Lesson 1: The Wind CapLesson 8: The Happy Prince
Lesson 2: Clouds Lesson 9: Summer Fiends
Lesson 3: An April DayLesson 10: Tales of Childhood
Lesson 4: The Great EscapeLesson 11: Midnight Express
Lesson 5: Princes SeptemberLesson 12: Someone
Lesson 6: The SeaLesson 13: The Man Who Planted Trees
Lesson 7: A King’s Tale

Para 2

The grass-cutter was amazed, as though he had been asked the most peculiar question.
“Yes, clouds.”

বঙ্গানুবাদ:- ঘাস কাঠুরেটি অবাক হয়ে গেলো যেনো মনে হলো তাঁকে সবচাইতে একটি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে।
“হ্যাঁ ,মেঘ,”

Para 3

He was disappointed to see that the grass-cutter was still mystified. He walked on until he came upon a farmer ploughing his field. He asked him the same question, “Did the clouds come here?”

বঙ্গানুবাদ:- সে খুব হতাশাগ্রস্ত হল এটা দেখে যে সেই ঘাস কাঠুরে টি তখনো পর্যন্ত বিভ্রান্ত অবস্থায় ছিল। সে হাঁটতে আরম্ভ করল যতক্ষণ না পর্যন্ত সে একটি চাষির কাছে যে মাঠে লাঙ্গল করছিল। সে তাকে জিজ্ঞাসা করল একই প্রশ্ন, “ মেঘগুলোকে এখানে এসেছিল?”

Para 4


The farmer, too, couldn’t make sense of the question. “Clouds?” he asked.
“Yes, clouds.”

বঙ্গানুবাদ:- চাষী ও তার প্রশ্নের অর্থ বুঝতে পারল না। “মেঘ?”, সে জিজ্ঞাসা করলো।
“হ্যাঁ মেঘ,”

Para 5

He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. Perhaps the clouds, too, were lost children and he was going around asking people about them. But no one could give him a satisfactory answer.

বঙ্গানুবাদ:- সে মেঘের কথা এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন মনে হচ্ছিল কোন মানুষ তার ছোট বাচ্চাকে হারিয়ে ফেলেছে আর সহপাঠীর যাত্রীদের জিজ্ঞাসা করছে যে ওই বাচ্চাটিকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। সম্ভবত মেঘগুলো ওই হারিয়ে যাওয়া বাচ্চাদের মত এবং সে লোকজনদেরকে জিজ্ঞাসা করেই চলছিল সেই মেঘ সম্পর্কে। কিন্তু কেউ তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারল না।

Word Notes

Wandered – move about aimlessly উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো
Winding paths – curved footpath বাঁকা পথ
Alleys – narrow passage গলিপথ
Track – footmark here a path made or beaten by the feet of people. এখানে মাটির রাস্তায় কথা বলা হয়েছে
Balanced -equilibrium ভারসাম্য
freshly -newly সদ্য সতেজ
direction -control or guidance দিকে
stopped -halt or end থামা
Amazed –surprised অবাক হয়ে যাওয়া
Peculiar – strange অদ্ভুত
disappointed – sadden or dismay হতাশাগ্রস্থ
ploughing -cultivating land লাঙ্গল করছিল
Could not make sense – could not understand বুঝতে পারল না
Wayfarers –Co-travelers সহ পথযাত্রী
Satisfactory -adequate or acceptable পর্যাপ্ত বা সন্তোষজনক
Perhaps -possibly সম্ভবত
Mystify – confuse বিভ্রান্ত

Clouds Class 8 Activity 1 to 3 Questions Answers

Activity 1

Re-arrange the following sentences in the correct order and put the numbers in the given boxes

(1) He saw a grass cutter coming from the other direction. – (iv)

(2) The grass cutter was surprised. – (vi)

(3) He reached the old mud hut. – (ii)

(4) He wandered in search of the clouds. – (i)

(5) He asked the grass cutter if he had noticed the clouds. – (v)

(6) He turned onto the dirt track. – (iii)

Activity 2

Complete the following sentences with information from the text.

(a) The grass cutter had a bundle of freshly cut grass balanced on his head.

(b) He was disappointed to see that the grass cutter was still mystified.

(c) The farmer could not make sense of the boy’s question.

(d) He was asking for the clouds like a man who has lost his child and asked wayfarers if they have seen a child wandering.

Activity 3

Answer the following question.

I think no one could give a satisfactory answer because the question he asked, had no sense to everyone. Actually, he was asking about the clouds as if he was looking for a lost child. That’s why none could understand the meaning of the heat question.

Clouds Class 8 Unit 2

Clouds Class 8 Bengali Meaning

Let’s Continue:

Para 6

His mother was the first he had asked in the morning, “Ammaji, where have the clouds gone?”

বঙ্গানুবাদ :- তার মা ছিল প্রথম ব্যক্তি যাকে কিনা সে সকালবেলা জিজ্ঞেস করেছিল, “আম্মাজি, মেঘ গুলো কোথায় গেল?”

Para 7

“Who’s gone where?” Ammaji said as if he had asked an exceptionally stupid question.
“Clouds.”

বঙ্গানুবাদ :- “কে কোথায় গেল?” আম্মাজি বললেন, যেন মনে হলো তাঁকে একটি অস্বাভাবিক ধরনের বোকার মত প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলা হয়েছে।
“মেঘ”

Para 8

“Clouds! Have you lost your mind, boy? Hurry up, now. Wash quickly, eat your breakfast, and go to school.”

বঙ্গানুবাদ :- “মেঘ ! বাবু, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তাড়াতাড়ি কর। হাতমুখ ধুয়ে নে তাড়াতাড়ি সকালের খাবার খেয়ে নিয়ে এবং স্কুলে যা।”

Para 9

Dejectedly, he washed his hands and face, ate his breakfast, and left home. But the question still haunted him: Where did the clouds go?

বঙ্গানুবাদ :- মনমরা হয়ে সে হাত-মুখ ধুয়ে নিল এবং সকাল বেলা খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।কিন্তু সেই প্রশ্নটা তখনও পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছে। “ মেঘ গুলো গেল কোথায়?”

Para 10

He remembered what he had seen the night before clouds gathering in the dark sky. But when he went to sleep, the sky was clear and full of stars. When he awoke again, he had no idea of the time. All he knew was that it was the middle of the night. Up there in the sky, the clouds were rumbling. In the occasional flashes of lightning, they were dense and black. It looked as if it will be raining. Rain will have ruined his sleep, he knew. When he got up in the morning, he was amazed. The sky was clear and empty! Not a trace of rain in the courtyard. He was surprised and saddened-the clouds had moved across the skies without shedding a drop of rain.

বঙ্গানুবাদ :- তার মনে ছিল সে গতরাত্রে কি দেখেছিল – মেঘ গুলো কালো আকাশে জমা হয়েছিল।কিন্তু সে যখন শুতে গেলো আকাশ পরিষ্কার ছিল এবং নক্ষত্র ভরা ছিল।যখন সে আবার ঘুম থেকে জেগে উঠেছিল তার ধারণা ছিল না সে তখন সময় কটা। শুধু সে এইটুকুনি জানতো যে সেটা ছিল মধ্যরাত্রি। সেই সময় আকাশের মধ্যে মেঘগুলো গুড়গুড় শব্দ করছিল। মাঝে মাঝে আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। সেই মেঘগুলো ছিলো ঘন এবং কালো। তার যেন মনে হয়েছিল বৃষ্টি হবে। বৃষ্টি তার ঘুম কে নষ্ট করে দেবে। সে জানতো।যখন সে সকাল বেলায় ঘুম থেকে উঠল সে অবাক হয়ে গেল। আকাশ পরিষ্কার ছিল এবং খালি ছিল। উঠোনের মধ্যে কোন বৃষ্টির চিহ্ন ছিল না। সে বিস্মিত এবং দুঃখিত – বৃষ্টির একটি ফোঁটা না ফেলে মেঘগুলি আকাশ জুড়ে চলে গেছে।

Para 11

And it saddened him to think that he had fallen asleep. Had he stayed awake, perhaps, the clouds would not have disappeared like that. It would have been the season’s first rainfall.

বঙ্গানুবাদ :- এবং সে যে ঘুমিয়ে পড়েছেন তা ভেবে সে দুঃখিত হয়েছিল। সে জেগে থাকলে হয়তো মেঘগুলো এভাবে অদৃশ্য হয়ে যেত না। এটা মরসুমের প্রথম বৃষ্টি হতো।

Para 12

The month of the rains was slipping away. He looked up once again at the skies. Not a single patch of cloud. The sun beat down on his head from a clear sky. In the fierce heat, he walked between the fields. His body was on fire, throat dry. After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently. It was like he had reached an oasis in the middle of a desert. He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill.

বঙ্গানুবাদ :- বৃষ্টির মাসগুলো যেনো তাড়াতাড়ি চলে যাচ্ছিল। সে আরো একবার আকাশের দিকে দেখল। মেঘের কোন চিহ্ন আকাশে দেখতে পেল না। সূর্য তার মাথার উপরে প্রচন্ড জোরে কিরণ দিচ্ছিল এবং আকাশ পরিষ্কার ছিল। এই প্রচন্ড উত্তাপে সে মাঠের মধ্য দিয়ে হাঁটছিল।তার শরীর প্রচন্ড উত্তপ্ত হয়েছিল এবং তার গলা শুকিয়ে গিয়েছিল।কয়েকটি মাঠ অতিক্রান্ত হওয়ার পর এসে দেখল একটা বিশাল বড় গাছ যার ছায়ায় পারসিক চক্র গুলো আস্তে আস্তে ঘুরছে।সে গাছের আশ্রয়ে পৌঁছাল এবং পারসিক চক্র থেকে ঠান্ডা জল তার নিজের শরীরে ছেটালো এবং ধুলোমাখা পায়ে জল দিল। তারপর সেই সেই ঠান্ডা জল প্রাণভরে হাত দিয়ে খেলো এবং হাত মুখ ধুলো।

Word Notes

Exceptionally – abnormally or unusually অস্বাভাবিকভাবে
stupid -foolish বোকা
hurry up -quick তাড়াতাড়ি
dejectedly depressed in spirits or sluggishly মনমরা ভাবে
haunted -visited by or frequented তাড়া করে বেড়ায়
remembered -recollected. স্মরণ করা
gathering com or bring together /assemble জমা হওয়া
rumbling -Grumble or Thunder or resound এখানে মেঘের গুরুগুরু শব্দ
occasional –irregular or sporadic অনিয়মিত
Flashes –Flickr /dazzle আলোর ঝলকানি
Lightning –flash or illuminate. বিদ্যুৎ
Dense –thick or compressed ঘন
ruined –destroyed ধ্বংস করে দিয়েছিল
empty –containing nothing খালি
Courtyard –lawn/yard উঠান
Saddened –feeling sad or disappointed দুঃখ পেয়েছিল
Shedding-dropping ঝড়িয়ে ছিল
Drop of rain –raindrops বৃষ্টির ফোঁটা
slipping away –passing away অলক্ষ্যে চলে গেল
Patch of cloud –pieces of cloud মেঘের খন্ড
fierce heat –extreme temperature প্রচন্ড উত্তাপ
Persian wheel – a simple water wheel for utilizing the power of flowing water পারসিক চক্র
Oasis –an area in a desert with water and trees মরুদ্দ্যান
Desert –uncultivated barren land মরুভূমি
Splashed –spattering or throwing liquid জল ছিটালে
Drank his fill –to his heart’s content প্রাণভরে
Rainfall –falling of rain বৃষ্টিপাত
Beat down –giving extreme heat প্রচন্ড উত্তাপ
Shade –dimness ছায়া

Clouds Class 8 Activity 4 to 5 Questions Answers

Activity 4

Write “T” for True and “F” for False statements in the boxes given. Give supporting statements for each of your answers.

(a) In the morning the boy asked his first question to his father. – F
Supporting statement:- His mother was the first he had asked in the morning, “Ammaji, where have the clouds gone?’

(b) The boy’s mother asked him to go to school. – T
Supporting statement:- “Wash quickly, eat your breakfast, and go to school.”

(c)when the boy got up in the morning, he saw that the Sky was cloudless. – T
Supporting statement:-Tthe Sky was clear and empty!

(d)The boy was happy to think that he had fallen asleep. – F
Supporting statement:- And it saddened him to think that he had fallen asleep.

Activity 5

Answer the following questions.

(a) The question that haunted the boy was where the clouds had gone.

(b) In the middle of the night the boy saw dense, black clouds in the occasional flashes of lightning.

(c) The boy felt that his body was on fire and his throat was dry in the fierce heat of the sun.

(d) The boy splashed the cool water from the Persian wheel on his dusty feet. He washed his hands and face and drank to his satisfaction.

Clouds Class 8 Unit 3

Clouds Class 8 Bengali Meaning

Let’s Continue:

Para 13

Refreshed, he looked around. An old man sat on a wall by the Persian wheel. He looked at the old man, wanting to say something but hesitated. Finally he asked, “Did the clouds come here?”

বঙ্গানুবাদ :- পুনরুজ্জীবিত হয়ে সে চারি দিকে তাকালো। একজন বয়স্ক লোক একটা দেওয়ালের পাশে পারসিক চক্রের কাছে বসে রয়েছে। সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো কিছু একটা বল বার চেষ্টা করল কিন্তু ইতঃস্তত বোধ করল। অবশেষে লোকটিকে জিজ্ঞাসা করেই ফেলল , “মেঘগুলোকে এখানে এসেছিল?”

Para 14

The old man looked closely at him and said, “Son, when the clouds come, the earth and the sky know of their coming.

বঙ্গানুবাদ :- বৃদ্ধ ঘনিষ্টভাবে সেই ছেলেটির দিকে তাকালো এবং বললো ,” বাবা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আসার খবর বুঝতে পারে।“

Para 15

“But the clouds were here last night and no one got to know.”

বঙ্গানুবাদ :- “কিন্তু মেঘগুলো তো গত রাত্রে এখানে ছিল এবং কেউ তো সেটা জানত না।“

Para 16

The old man said, “It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn’t rained for ten years.”

বঙ্গানুবাদ :- বৃদ্ধ লোকটি বলল, “ বৃষ্টি আসার জন্য এই মেঘ গুলোই যথেষ্ট নয়। আমি এখন একটা জায়গায় বাস করতাম যেখানে দশ বছর কোন বৃষ্টি হয়নি।”

Para 17

“Ten years?” He was open-mouthed.

বঙ্গানুবাদ :- “দশ ,বছর ?” ছেলেটির মুখ হাঁ হয়ে গেল।

Para 18

He sat there listening to his tales. Suddenly, he realized how late it was.

বঙ্গানুবাদ :- ছেলেটি সেখানে বসে গেল বৃদ্ধ লোকটার কাছ থেকে গল্প শোনার জন্য। হঠাৎ সে বুঝতে পারলো তার অনেক দেরি হয়ে গেছে।

Para 19

He walked for miles in the sun and dust. He went back by the same dirt track he had taken to come there. The sun was still fiercely hot but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot.

বঙ্গানুবাদ :- সেই রুদ্র এবং ধুলোর মধ্যে অনেকটা মাইল পথ হেটে এসেছিলো। সে ফিরে যাচ্ছিল একই পথ দিয়ে যে পথ দিয়ে সে এসেছিল এখানে। সূর্য তখনও পর্যন্ত প্রচণ্ড জোরে কিরণ দিচ্ছিল কিন্তু যখন সে কুঁড়েঘর তার কাছে পৌঁছাল সে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করতে পারল এবং তার পায়ের তলায় মাটি টা ভেজা ছিল।

Para 20

As he neared his village, he saw the roads were wet. Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. He felt a wave of happiness. He hurried home. He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked.

বঙ্গানুবাদ :- যখন সে গ্রামের কাছে এলো সে দেখল যে রাস্তাগুলো ভেজা।গাছগুলো যেগুলোকে সে সকাল বেলায় যখন বাড়ি থেকে বেরিয়ে ছিল দেখেছিল ধুলোর আস্তরণ ঘেরা বলে, সেই গাছগুলোকে এখন সতেজ ভাবে জলের মাধ্যমে স্নান করা অবস্থায় দেখতে পাওয়া গেল। সে অনুভব করতে পারল তার মধ্যে একটা আনন্দের ঢেউ। সে তাড়াতাড়ি বাড়ির দিকে গেল।সে দেখতে চাইছিল যে তাদের বাড়ির উঠোনে সেই জাম গাছটা কে কতটা সতেজ এবং পরিষ্কার দেখতে লাগছে।

Para 21

When he got home, he saw that the rain had changed everything. The Jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying,” That was a good shower, thank God!”

বঙ্গানুবাদ :- যখন সে বাড়ির কাছে পৌঁছাল সে দেখল যে বৃষ্টি সবকিছুকে পরিবর্তন করে দিয়েছে। জাম গাছটা যেন দাঁড়িয়ে ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন ধোয়ামোছা এবং সতেজ অবস্থায়, প্রচন্ড ভালো বৃষ্টি হল। এবং আম্মাজি বলছিলেন, “খুব ভালো বৃষ্টি হল, ভগবানকে ধন্যবাদ!”

Para 22

Raindrops were still rolling off the leaves of the Jamun. He stood beneath the tree and let them fall on his head and face. He raised his eyes to the sky and saw it clear, without even a wisp of cloud. He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence, they had come, shed their rain, and gone away!

বঙ্গানুবাদ :- বৃষ্টির ফোঁটাগুলো তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে জাম গাছের পাতা থেকে পড়ছিল।সে জাম গাছের তলায় এসে দাঁড়ালো এবং সেই বৃষ্টির জলের ফোঁটা গুলোকে তার মাথা এবং মুখের ওপর পড়তে দিল।সে চোখ গুলো তুলে উপর দিকে আকাশের দিকে তাকাল এবং দেখল যে আকাশটা পরিষ্কার এবং সেই আকাশে এমনকি একটুও মেঘের চিহ্ন নেই।এবং তার অনুপস্থিতিতে সেই মেঘগুলো এসেছিল এবং তাদের বৃষ্টি ঝরিয়ে ছিল এবং চলেও গেল!

Word Notes

Refreshed -energizing or rejuvenating. পুনর্জীবিত হয়
hesitated – be uncertain. দ্বিধাগ্রস্ত
realised – understood. বুঝতে পারল
damp- wet স্যাঁতস্যাঁতে বা ভেজা
Nip- chill বাতাসে ঠান্ডা ভাব
Draped –clothed /adorn. আস্তরণ পড়ে ছিল
Hurried – quick. তাড়াতাড়ি
Scrubbed- brushed. এখানে পরিষ্কার হয়ে গিয়েছিল
Wisp of clouds – traces of clouds মেঘের চিহ্ন
Absence – not present অনুপস্থিত
Closely – intimately ঘনিষ্টভাবে

Clouds Class 8 Activity 6 to 10 Questions Answers

Activity 6

Fill in the chart with information from the text.

WhatWhy
(i) The boy was open-mouthedThe old man told the boy that he had once lived in a place where it had not rained for 10 years.
(ii) The earth was damp underfoot.It had rained hard a while ago.
(iii) The boy hurried home.He wanted to see how fresh and clean the Jamun tree in his courtyard looked.
(iv) When he got home, he saw everything had changed.There had been a good shower during his absence.

Activity 7

Answer the following questions.

(a)The old man told the boy that he had once lived in a place where it had not rained for ten years.

(b) The boy felt a chill in the air and damp earth underfoot.

(c) The boy let the raindrops fall on his head and face when he stood under the jamun tree.

(d) “Clouds” and “Rain” are natural phenomena. No one can tell when the clouds will form in the Sky and when it will rain. Though the boy expected the rain in presence of him, there is no relation between the boy and the clouds. So, the clouds shed rain in the absence of the boy.

Activity 8(a)

Underline the Verbs that denote actions that will be in progress the time in the future.

(i) I shall be reading a book next week.

(ii) You will be going to school tomorrow.

(iii) They will be visiting our house next month.

The above underlined VERBS are in the FUTURE CONTINUOUS TENSE . 

A future continuous tense is a form of the bar that indicates an action which will be continuing at a time in the future.

Activity 8(b)

Underline the verbs that denote actions that will be completed in the future.

(i) I shall have written the story by then.

(ii) He will have left before you go to see the doctor.

(iii) You shall have gone to the fair.

The VERBS underline in the above sentences are in the FUTURE PERFECT TENSE.

 A future perfect tense is a form of a verb  that indicates an accent that will be completed by a certain time in the future.

Activity 8(c)

Read the following sentences and identify the future continuous tense and future perfect tense and feel in the table given below.

FUTURE CONTINUOUS TENSEFUTURE PERFECT TENSE
(i) I shall be playing in the field.(ii) She will have decided on the poem.
(iv) They will be coming soon.(iii) You will have enjoyed the picnic.

Activity 9

Write the antonyms of the underlined words by using the prefixes from the help box.

(a) It is impossible for him to lift the chair.

(b) His handwriting is illegible.

(c) Their claim is not unreasonable.

(d) He disbelieves his friend.

Activity 10(a)

Write a story in about eighty words using the following hints:

two friends passing through a forest-a bear came-one friend climbed a tree- the other friend could not climb the tree-helpless-lay down like a dead man- bear came near the man-thought he was dead-went away.

Two Friends and A Bear

Once two friends were passing through a forest. Suddenly a bear came their way. Being afraid one friend climbed up a tree nearby. But another friend could not climb the tree. Helpless he lay down like a dead man. He learned that bears do not touch dead bodies. The bear came near the man. The bear smelt him and thought him dead. Sometime after the bear went away. Then the other friend came down from the tree and asked him what the bear had said. The first friend replied: “Don’t trust a false friend who leaves you in danger.”

Moral: Never trust a false friend.

Activity 10(b)

Suppose you have been waiting for a piece of good news. Write a paragraph in about eighty words on your experience of waiting:
the news you waited for-what you did while waiting-whether the news had come to your feelings.

Once upon a time, I was waiting for good news. This was my annual exam result. I was worried about whether I would do well in the exam. All my hopes came true when I got the good news that I came first in the class. I could not go to school that day. My mother went to fetch my exam result. I was restless all day. But my mother gave me the good news. Then tears of boundless joy came to my eyes. My mother hugged me and blessed me to get well.